News71.com
 Technology
 22 Apr 16, 01:34 AM
 988           
 0
 22 Apr 16, 01:34 AM

বাজারে আসছে এলজির পকেট কি-বোর্ড ।।

বাজারে আসছে এলজির পকেট কি-বোর্ড ।।

নিউজ ডেস্কঃ বাজারে আসছে নতুন একটি পোর্টেবল কিবোর্ড। এটির মডেল পোস্টফিক্স ২ । এলজি ইলেকট্রনিক সংস্থা এটি বাজারে নিয়ে আসছে। এর আগে সংস্থাটি রোলি নামে একই ধরনের একটি কিবোর্ড বাজারে নিয়ে এসেছিল। নতুন এই কিবোর্ডটির বিশেষত্ব হচ্ছে এটি কাগজের মত ভাঁজ করে পকেটে ঢোকানো যাবে।

এলজির এই কিবোর্ডটিতে পাঁচটি সাঁড়িতে কি আছে। আগের মডেলটিতে চারটি সাঁড়িতে কি ছিল। এটি ভাঁজ করে সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে।

কিবোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যাবে।  অন্যদিকে এটি ডক হিসেবেও ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন