নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সর্বাধুনিক লিকুইড জেস্ট প্লাস হ্যান্ডসেট উন্মোচন করল চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসার। সম্পূর্ণ সাদা এবং নীল রঙ স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ মার্কিন ডলার। এশিয় বাজারেও খুব শীঘ্রই ছাড়া হবে ফোনটি ।
অ্যাসার লিকুইড জেস্ট প্লাস ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে ১২৮০*৭২০ পিক্সেল রেজ্যুলেশন বিদ্যমান। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর যুক্ত আছে ।
এছাড়াও, স্মার্টফোনটিতে ২জিবি র্যা ম ও ১৬জিবি অভ্যন্তরীন স্টোরেজ আছে তবে আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বেশি স্টোরেজ ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির সামনে ও পিছনে যথাক্রমে ৫ ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বিদ্যমান। কুইক চার্জ সাপোর্টসহ স্মার্টফোনটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী আছে। ডিটিএস এইচডি সাউন্ড কোয়ালিটি সমৃদ্ধ স্মার্টফোনটি ৪জি, এলটিই, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুখ এবং জিপিএস সংযোগ সমর্থণ করে ।