News71.com
 Technology
 25 Apr 16, 12:46 PM
 1090           
 0
 25 Apr 16, 12:46 PM

মোবাইলেই নেভানো যাবে ঘরের আলো ।।

মোবাইলেই নেভানো যাবে ঘরের আলো ।।

নিউজ ডেস্কঃ রাতে ঘুমোনোর আগে কে আলো নেভাবে তা নিয়ে ঝগড়া কিন্তু কম হয়না। সেসব দিন এবার শেষ হতে চলছে। সময় সত্যিই বদলাচ্ছে। এবার এসে গেল নতুন প্রযুক্তি।

বিছানায় বা সোফায় বসেই ঘরের আলো নেভাতে বা জ্বালাতে পারবেন। তবে এর জন্য কোন ডাবল সুইচ লাগাতে হবে না। শুধু চাই একটি স্মার্টফোন এবং একটি অ্যাপলিকেশন সফটওয়ার 'অ্যাপস'। ওই অ্যাপস'ই করে দেবে বাকি কাজটা।

সম্প্রতি সিসকা এলইডি কোম্পানী বানিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির একটি এলইডি বাল্ব। এই বাল্বটি কোন তার বা ওয়্যার ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই রেনবো এলইডি বাল্ব-এর দাম ১৯৯৯ টাকা। বাল্বটি লাগানোর পরে একটি অ্যাপস ইনস্টল করতে হবে স্মার্টফোনে এবং ব্লু-টুথ দিয়ে কানেক্ট করতে হবে। আলো জ্বালানো এবং নেভানো তো বটেই, তাছাড়া রং পালটাতে পারে এই অ্যাপস।

 পাশাপাশি অ্যাপসে আলোর সঙ্গে সিংক করে মিউজিকও সেট করে রাখা যাবে। শুধু তাই নয়, চাইলে নিজের হার্টবিটের ছন্দে বাল্বের আলোকে নাচাতেও পারবেন। একই সঙ্গে কমাতে-বাড়াতে পারেন আলোর উজ্জ্বলতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন