News71.com
 Technology
 01 May 16, 03:02 AM
 1023           
 0
 01 May 16, 03:02 AM

কলব্যাক-সহ নতুন তিনটি অ্যাপ আসছে ‘হোয়াটসঅ্যাপে’ ।।

কলব্যাক-সহ নতুন তিনটি অ্যাপ আসছে ‘হোয়াটসঅ্যাপে’ ।।

নিউজ ডেস্কঃ কলব্যাক-সহ নতুন তিন সেবা আসছে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে কিছু দিন আগে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হয়, যা শুধু প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও পড়তে পারে না। এবার আরও কিছু আপডেট আসছে ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপে। এর মধ্যে অন্যতম হল কলব্যাক অপশন। হোয়াটসঅ্যাপে আসা কোনও কল মিস করলে এই ওয়ান ট্যাপ বাটন থেকে কল করা যাবে অ্যাপে না ঢুকেই।

ফোন রেডারের প্রতিবেদন মতে, এই বাটনটি থাকবে ‘নোটিফিকেশন পেন’-এ, হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশনের পাশেই। এই আপডেটটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’টি প্ল্যাটফর্মেই আসবে। এই সেবা ছাড়াও কেবল হোয়াটসঅ্যাপের আইওএস প্ল্যাটফর্মের জন্য চালু হবে ভয়েসমেল ফিচার। এখানেই শেষ নয়, ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রেও নতুন একটি আপডেট আসছে হোয়াটসঅ্যাপে। এখন থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে জিপ ফাইলও। এসব নতুন আপডেট ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপে যোগ হবে তা এখনও জানা যায়নি। তবে তার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন