News71.com
 Technology
 03 May 16, 02:41 AM
 1027           
 0
 03 May 16, 02:41 AM

সৌরশক্তিচালিত ‘সোলার ইমপালস’ ৯৪ শতাংশ পথ পরিভ্রমণ করেছে ।।

সৌরশক্তিচালিত ‘সোলার ইমপালস’ ৯৪ শতাংশ পথ পরিভ্রমণ করেছে ।।

নিউজ ডেস্কঃ সৌরশক্তিচালিত বিশেষ উড়োজাহাজ ‘সোলার ইমপালস’ ইতোমধ্যে তার নির্ধারিত ৯৪ শতাংশ পথ সফলভাবে পরিভ্রমণ করেছে। শিগগিরই এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এরিজোনা রাজ্যে প্রবেশ করবে।

এর আগে হাওয়াই থেকে উড়াল দেওয়ার তিনদিন পর গত ২৪শে এপ্রিল উড়োজাহাজটি নবম পর্বে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সিলিকন ভ্যালিতে পৌঁছে।

বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির আল-বাতিন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সোলার ইমপালস।বিশ্ব পরিভ্রমণে এরপর ওমান, ভারত, মায়ানমার, চীন, জাপান থেকে হাওয়াই হয়ে ক্যালিফোর্নিয়া পৌঁছায়।

উল্লেখ্য, ২৭০ বর্গমিটার পাখার উড়োজাহাজটির পুরো কাঠামোতে রয়েছে ১৭০০০টি সৌরকোষ। এসব সৌরকোষের পুরুত্ব ৩৫ মাইক্রন। পাখা দু’টি বোয়িং ৭৪৭ সিরিজের চেয়ে বড় হলেও ওজন ২৩০০ কেজি। ২২.৪ মিটার দৈর্ঘ্যের ‘সোলার ইমপালস’র গড় গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন