নিউজ ডেস্কঃ মোবাইল ফোন বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে 'সারফেস' নামে নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। আগামী বছর নতুন এ স্মার্টফোনটি বাজারে আসবে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রাল জানায়।
খবরে বলা হয়, গত বছর মাইক্রোসফট সারফেস ট্যাবলেট আর লুমিয়া ৯৫০ ফোন একসঙ্গে বাজারে এনেছিল। তবে এ দুটি পণ্যের মানে বেশ পার্থক্য আছে। ট্যাব বেচাকেনায় সফলতা এলেও লুমিয়া ফোন বিক্রি কমছে। তাই আগামী বছর হালনাগাদ উইন্ডোজ ১০ সফটওয়্যার দিয়ে নতুন এ ফোন আনতে যাচ্ছে কোম্পানিটি।