News71.com
 Technology
 04 May 16, 09:18 AM
 985           
 0
 04 May 16, 09:18 AM

বাজারে আসছে মাইক্রোসফটের নতুন স্মার্টফোন 'সারফেস'

বাজারে আসছে মাইক্রোসফটের নতুন স্মার্টফোন 'সারফেস'

নিউজ ডেস্কঃ মোবাইল ফোন বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে 'সারফেস' নামে নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। আগামী বছর নতুন এ স্মার্টফোনটি বাজারে আসবে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রাল জানায়। 

খবরে বলা হয়, গত বছর মাইক্রোসফট সারফেস ট্যাবলেট আর লুমিয়া ৯৫০ ফোন একসঙ্গে বাজারে এনেছিল। তবে এ দুটি পণ্যের মানে বেশ পার্থক্য আছে। ট্যাব বেচাকেনায় সফলতা এলেও লুমিয়া ফোন বিক্রি কমছে। তাই আগামী বছর হালনাগাদ উইন্ডোজ ১০ সফটওয়্যার দিয়ে নতুন এ ফোন আনতে যাচ্ছে কোম্পানিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন