News71.com
 Technology
 20 Nov 18, 04:42 AM
 810           
 0
 20 Nov 18, 04:42 AM

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না স্কাইপি

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না স্কাইপি

প্রযুক্তি ডেস্কঃ অনলাইন যোগাযোগমাধ্যম স্কাইপি ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। যদিও কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না। আজ সোমবার এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি সূত্র। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। বিষয়টি দেখা হচ্ছে। এদিকে রাতে ডেস্কটপ, ল্যাবটপ এবং স্মার্টফোনে স্কাইপি ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ায় তারা স্কাইপি বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে। তবে ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা সাইটগুলো চালু আছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন