প্রযুক্তি ডেস্কঃ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আবারও নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচার ব্যবহার করে আইওএস ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট থেকে সরাসরি গ্রুপ কল করতে পারবেন। আইওএস গ্রাহকদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালুও করেছে হোয়াটসঅ্যাপ। এতে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেলে বিশ্বজুড়ে ফিচারটি চালু হবে। বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড গ্রাহকরা শুরুতে গ্রুপের একজনকে কল দেন। এরপর অন্যরা ওই কলে যুক্ত হয়। এই প্রক্রিয়া আইওএস গ্রাহকদের জন্য দ্রুতই পরিবর্তিত হতে যাচ্ছে। তবে অ্যান্ড্রয়েড গ্রাহকরা সুবিধাটি কবে পাবেন তা জানা যায়নি।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস বেটা ভার্সনে (পরীক্ষামূলক সংস্করণ) নতুন একটি গ্রুপ কল ফিচার যুক্ত করেছে কর্তৃপক্ষ। এতে চাপ দিলে গ্রুপের সদস্যদের একটি তালিকা আসবে। সেখান থেকে বাছাই করা সদস্যদের নিয়ে গ্রুপ কল করা যাবে। আরও জানা গেছে, ফোনবুকে যেসব সদস্যের নম্বর সেভ থাকবে শুধু তাদের সঙ্গেই ভিডিও কল করা যাবে। অর্থাৎ ফোন নম্বর ছাড়া কোনও সদস্য ভিডিও কলে অংশ নিতে পারবে না। এই ফিচার ব্যবহার করে গ্রুপের ৩ জন সদস্যকে নির্বাচন করা যাবে। অর্থাৎ মোট চারজন একটি গ্রুপ কলে অংশ নিতে পারবেন। নতুন ফিচারটি দিয়ে অডিও এবং ভিডিও দুই ধরনের কলই করা যাবে।