News71.com
 Technology
 01 Jan 19, 05:18 PM
 807           
 0
 01 Jan 19, 05:18 PM

দেশে ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল  

দেশে ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল   

প্রযুক্তি ডেস্কঃ দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইভিত্তিক ভিডিও আউটস্ট্রিম নেটওয়ার্ক চালু করলো অ্যাডল কমিউনিকেশন ইনকরপোরেশন (http://adoole.com/)। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর বাংলাদেশে নতুন এই সেবাটি চালু করেছে। অ্যাডল কমিউনিকেশনের প্রধান নির্বাহী প্রদ্যুত বরণ চৌধুরী বলেন, বিশ্বের বড় বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো এখন ভিডিও বিজ্ঞাপনের দিকে মনোযোগ দিচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এখন বাংলাদেশে বসেই নিজের ওয়েবসাইটে ভিডিও বিজ্ঞাপন বসানো যাবে। অন্যান্য বিজ্ঞাপনের তুলনায় ভিডিও বিজ্ঞাপনে সিপিএম (আয়) বেশি, এনগেজমেন্টও বেশি। পাঠকের কাছে ভিডিও বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতাও বেশি।

জানানো হয়, অ্যাডল অনলাইন বিজ্ঞাপন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। এরমধ্যে উল্লেখযোগ্য অ্যাড মনিটাইজেশন, ভিডিও অ্যাড মনিটাইজেশন, ফেসবুক ইন্সস্ট্যান্ট আর্টিকেল, এআই টেকনোলজির সঙ্গে হেডার বিডিং, এডিএক্স, গুগল অ্যাডসেন্স, গুগল ডিএফপির অ্যাড সেটআপ ও অ্যাড অপটিমাইজেশন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। অ্যাডলের সঙ্গের বিশ্বের ১৫০টিরও বেশি বিজ্ঞাপন নেটওয়ার্কের পার্টনারশিপ রয়েছে এবং বর্তমানে তিনটি মহাদেশে ১৮ জন টিম মেম্বার নিয়ে কাজ করছে। অ্যাডল আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় কন্টেন্টেন্ট ভিত্তিক নেটিভ অ্যাডের প্ল্যাটফর্ম চালু করবে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন