News71.com
 Technology
 05 Jan 19, 02:29 PM
 763           
 0
 05 Jan 19, 02:29 PM

জার্মান স্টোরে আইফোন ৭-৮ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল  

জার্মান স্টোরে আইফোন ৭-৮ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল   

প্রযুক্তি ডেস্কঃ মামলায় হেরে ১৩৪ কোটি মার্কিন ডলার জরিমানার জেরে জার্মান ওয়েবসাইট ও স্টোরে আইফোন ৭ ও ৮ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। কোয়ালকমের সঙ্গে পেটেন্ট মামলায় অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে ডিসট্রিক্ট কোর্ট অব মিউনিখ। মামলার রায়ে বলা হয়, স্মার্টফোনের পাওয়ার সেভিংস নিয়ে কোয়ালকমের পেটেন্ট ভেঙ্গেছে আইফোন ৭ ও আইফোন ৮। কোয়ালকমকে বাধ্য করার আগেই সিকিউরিটি বন্ডের মাধ্যমে অ্যাপলকে ১৩৪ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে বলেছিল আদালত।

প্রযুক্তি সাইট ভার্জ বলছে, বর্তমানে এ নিয়েই আদালতে শুনানি চলছে। অ্যাপলের জার্মান ওয়েবসাইটে যাচাই করে নিশ্চিত করা হয়, শুধু নতুন আইফোন Xএস, Xআর ও Xএস ম্যাক্স বিক্রির জন্য তালিকাভূক্ত। আইফোন ৭ ও ৮ এখন পাওয়া যাচ্ছে না সাইটটিতে। তৃতীয় পক্ষের মাধ্যমে দেশটিতে আইফোন ৭ ও আইফোন ৮ বিক্রি করা হবে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। কোয়ালকমের দাবি, ‘তৃতীয় পক্ষের কাছ থেকে পেটেন্ট অমান্যকারী আইফোন মডেলগুলোও তুলে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন