News71.com
 Technology
 04 Feb 19, 12:26 PM
 728           
 0
 04 Feb 19, 12:26 PM

টুইটারে যুক্ত হচ্ছে ‘এডিট’ অপশন।।

টুইটারে যুক্ত হচ্ছে ‘এডিট’ অপশন।।

প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্ত হচ্ছে এডিট অপশন। যার মাধ্যমে পোস্ট করা টুইট গুলো এডিট করা যাবে। দীর্ঘদিন ধরেই টুইটারে এডিটিংয়ের অপশনটি যুক্ত করার দাবি ছিল ব্যবহারকারিদের। জো রোগান এক্সপেরিয়েন্স নামের এক শোতে এসে টুইটারের সিইও জ্যাক ডরসি এডিট অপশন যুক্ত করার আশ্বাস দেন। তবে তিনি এডিংয়ের সময় সীমা বেধে দেওয়ার কথাও বলেছেন।


ফেসবুকে যেকোনো সময় পোস্ট এডিট করার অপশন থাকলেও টুইটারে এমন সুযোগ থাকবে না। এডিট করতে হবে ৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে। কনটেন্টের উপর ভিত্তি করেও সময় সীমা নির্ধারণ করা হতে পারে। এডিটিংয়ের অপশন টুইটারে না রাখার ব্যাপারে ডরসি জানিয়েছেন, এতে রিয়েল টাইম ব্যাপারটা থাকে না। এডিট করার পরও আগের টুইটটি দেখার সুযোগ থাকবে। তবে কবে নাগাদ অপশনটি টুইটারে যুক্ত হবে তা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন