প্রযুক্তি ডেস্কঃ অপারেটিং সিস্টেমের ১৩তম সংস্করণে অ্যাপল আনতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। সংস্করণটিতে হোম স্ক্রিন স্ক্রল করার সুবিধা নিয়ে আসা হচ্ছে। এছাড়া আইফোন, আইপড টাচ এবং আইপ্যাডকে আরও ব্যবহারবান্ধব করতে অপারেটিং সিস্টেমের নকশায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।এই সংস্করণের আপডেটের মাধ্যমে হ্যান্ডসেটের ব্যাটারি ও পারফরমেন্স সেটিংসের ওপরে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়বে বলেও আভাস মিলেছে। আগামী ৩-৭ জুন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউ ডিসি) অবমুক্ত করা হবে এই সংস্করণটি।