News71.com
 Technology
 20 Apr 19, 06:18 AM
 685           
 0
 20 Apr 19, 06:18 AM

ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঝুঁকিতে॥

ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঝুঁকিতে॥

প্রযুক্তি ডেস্ক: এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ফেসবুকের পর এবার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সুরক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফেসবুককে। লাখো ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে এমনভাবে সংরক্ষণ করা ছিল, যাতে তা সবাই পড়তে পারত।প্রায় ১৫ লাখ নতুন ফেসবুক ব্যবহারকারীর ই–মেইল কনটাক্ট লিস্ট অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড করার বিষয়টি স্বীকার করার পরের দিনই ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে ওই দুঃসংবাদ দেয়।বিষয়টি অবশ্য বেশ চুপিসারে জানিয়েছে ফেসবুক। আলাদা ব্লগ পোস্টের বদলে তারা পুরোনো এক ব্লগ পোস্টের সঙ্গে তথ্য যুক্ত করে দিয়েছে। প্রায় এক মাস আগে পুরোনো ওই ব্লগ পোস্ট প্রকাশ করে ফেসবুক। ওই পোস্টে ফেসবুক স্বীকার করে যে তারা একটি নিরাপত্তা ত্রুটি মেরামত করেছে। এতে লাখো ব্যবহারকারীর পাসওয়ার্ড সহজে পড়া যায়—এমন ফরম্যাটে সংরক্ষণ করা ছিল এবং তা ফেসবুক কর্মীরা সহজে পড়ার সুযোগ পেতেন। ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য দাবি করে, তাদের অভ্যন্তরীণ সার্ভারে তথ্য সংরক্ষণ করা ছিল বলে বাইরের কারও পড়ার সুযোগ ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন