News71.com
 Technology
 24 Apr 19, 04:09 PM
 658           
 0
 24 Apr 19, 04:09 PM

নতুন শাওমি স্মার্টফোন নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা

নতুন শাওমি স্মার্টফোন নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা

প্রযুক্তি ডেস্ক: এমআইইউআই (MIUI) ও এমআইইউআই-১১ (MIUI-11) ভার্সনের নতুন স্মার্টফোন আনছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। শিগগিরই বাজারে আসছে নতুন ভার্সনের স্মার্টফোনগুলো।এর আগেই এমআইইউআই এর আপডেট না পাওয়া শাওমি ফোনের তালিকা ফাঁস হয়েছে। এই তালিকায় নতুন রেডমি নোট-৭ সিরিজসহ রেডমি-৫ সিরিজের কিছু পুরনো ফোনও রয়েছে।শাওমির সাতটি ফোন কোনো উপায়েই এমআইইউআই আপডেট পাবে না। এই স্মার্টফোনগুলো হচ্ছে- রেডমি ৩এস/প্রাইম, রেডমি প্রো, রেডমি ৪ প্রাইম, রেডমি ৪ গ্লোবাল, রেডমি ৪এ, রেডমি নোট ৪ এবং রেডমি নোট ৩।এই সাতটি ফোন কোনোভাবেই এমআইইউআই সফটওয়্যার আপডেট পাবে না বলে জানানো হয়েছে।

নিজস্ব ফোরামে শাওমি নিশ্চিত করে বলছে, রেডমি টিম ৪ এপ্রিল থেকে এই সাত ফোনের আপডেট পাঠানো বন্ধ করে দিয়েছে। তবে এখন থেকে কিছু সময়ের জন্য এসব ফোনে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাঠানো হবে।তবে শাওমি ওই সাত ফোনের ব্যবহারকারীদের সর্বশেষ স্থিতিশীল রম (ROM) আপগ্রেডের আহ্বান জানিয়েছে। শাওমির এই আহ্বানের পর ব্যবহারকারীরা ধারণা করছেন, এসব ফোন এখন থেকে আর এমআইইউআই আপডেট পাবে না। চীনা এই কোম্পানির এমন সিদ্ধান্তে অনেক ব্যবহারকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।এদিকে গত মাসের শেষ দিকে শাওমির ফোনের একটি তালিকা ফাঁস হয়েছে। জানা গেছে, তালিকাভুক্ত এসব ফোন ছাড়া এমআইইউআই-১১ আপডেট পাওয়া যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন