প্রযুক্তি ডেস্কঃ চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। বাজার গবেষকেরা বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৫০ ভাগ বেশি প্রবৃদ্ধি হয়েছে তাদের।গত মঙ্গলবার বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি ও কাউন্টার পয়েন্ট স্মার্টফোনের বাজার নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তবে স্যামসাংয়ের সঙ্গে দ্রুত বাজার দখলের পার্থক্য কমিয়ে আনছে হুয়াওয়ে।
আইডিসির ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেছেন, অ্যাপল পণ্যের বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমতে দেখা গেছে। এতেই হুয়াওয়ে বছরের প্রথম প্রান্তিকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এখন হুয়াওয়ের শেয়ার ১৯ ভাগ। এখন পর্যন্ত এটাই হুয়াওয়ের সর্বোচ্চ বাজার দখল। বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৫ কোটি ৯১ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে। অ্যাপল এনেছে ৪ কোটি ২০ লাখ ইউনিট।