News71.com
 Technology
 10 May 19, 12:20 PM
 613           
 0
 10 May 19, 12:20 PM

চন্দ্রযান ‘ব্লুমুন’ উন্মুক্ত করলেন আমাজনের সিইও

চন্দ্রযান ‘ব্লুমুন’ উন্মুক্ত করলেন আমাজনের সিইও

প্রযুক্তি ডেস্কঃ আমাজন এবং স্পেস কোম্পানি ব্লু অরিজিন এর প্রধান নির্বাহী জেফ বেজোস গতকাল বৃহস্পতিবার জানান, ২০২৪ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানের জন্য এই যান ব্যবহার করা হবে। ইয়ন এই যানটি ওয়াশিংটনে প্রেজেন্টেশনের সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলেন, এটি একটি অত্যাশ্চর্য যান এবং এটি চাঁদে পৌঁছাবে। এই যানটি প্রথম কবে উড্ডয়ন করবে সে বিষয়ে বেজোস নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, যানবাহনটি প্রস্তুত রাখা হয়েছে। যে দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারিখ ঘোষণা করবেন তখনই এটা চন্দ্রে পাঠানো হবে। এই যানবাহনটি গত তিন বছর ধরে তৈরি করা হয়েছে। এটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, চারটি ছোট রোভার্স এবং মনুষ্য বহনে সক্ষম। জ্বালানিসহ পরিপূর্ণ এই যানটির ওজন হবে ৩৩ হাজার পাউন্ড। যখন এটি চাঁদে পৌঁছাবে তখন ওজন হবে ৭ হাজার পাউন্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন