News71.com
 Technology
 11 May 19, 01:11 PM
 650           
 0
 11 May 19, 01:11 PM

ফেসবুক থেকে মুখ ফেরানোর সময় এসে গেছে॥ ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ

ফেসবুক থেকে মুখ ফেরানোর সময় এসে গেছে॥ ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ

প্রযুক্তি ডেস্কঃ হিউজের মতে, জাকারবার্গের মতো ক্ষমতা কোনো বেসরকারি কোম্পানি এমনকি কোনো সরকারেরও নেই। সবচেয়ে বড় ও জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এসে গেছে বলে জানিয়েছেন মাধ্যমটি প্রতিষ্ঠায় মার্ক জাকারবার্গের সঙ্গী ক্রিস হিউজ। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ নিয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে ফেসবুকের অবলুপ্তির পক্ষে নিজের ধারণার কথা তুলে ধরেন হিউজ। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার এখন উচিৎ ফেইসবুক বন্ধ করা। ২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় হিউজসহ কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে ফেসবুকের প্রাথমিক যাত্রা শুরু করেন জাকারবার্গ। ২০০৬ সালে শুরু হয় বাণিজ্যিক যাত্রা। এর পর থেকে যোগাযোগমাধ্যমটির জনপ্রিয়তা ও আর্থিক মূল্য আকাশ ছোঁয়া। ফেসবুকের হাত ধরেই শীর্ষ ধনীদের তালিকায় নাম লিখিয়েছেন জাকারবার্গ। এমনকি বলতে গেলে একচ্ছত্র ক্ষমতার অধিপতিও হয়ে উঠেছেন তিনি। আর এটিকেই দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন হিউজ।

হিউজের মতে, জাকারবার্গ বিশ্বে এখন একচ্ছত্র ক্ষমতাশালী হয়ে উঠেছেন। এমন ক্ষমতা কোনো বেসরকারি কোম্পানি এমনকি কোনো সরকারেরও নেই। এদিকে গেল কয়েক বছরে গ্রাহকের তথ্য চুরি, ভুয়া তথ্য প্রচার ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আঙুল উঠেছে ফেসবুকের দিকে। প্রযুক্তি খাতে ফেসবুকের মতো একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সরকারকে নতুন তদারকি সংস্থা গড়ে তোলার আহ্বান জানান হিউজ। প্রবন্ধে হিউজ লিখেছেন, 'মার্ক ভালো, সদয় মানুষ। কিন্তু আমার ক্ষোভ সেখানে যে, লাভের লোভে তিনি নিরাপত্তার বিষয়টি ঝেড়ে ফেলেছেন। ক্লিকের লোভে ভুলে গিয়েছেন সহনশীলতা।' 'আমি আরও হতাশ যে, মার্ক তার আশপাশে এমন লোকদের রেখেছে, যারা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করছে, কোনো চ্যালেঞ্জ জানাচ্ছে না। জাকারবার্গ একটি দানব তৈরি করেছে, যা অন্য উদ্যোক্তাদের পথে বসাচ্ছে, গ্রাহকের পছন্দও নিয়ন্ত্রণ করছে। আমাদের সরকারের এটা নিশ্চিত করা উচিৎ যে অদৃশ্য হাতের জাদুতে আমরা যাতে হেরে না যাই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন