News71.com
 Technology
 14 May 19, 12:17 PM
 618           
 0
 14 May 19, 12:17 PM

এবার হ্যাকারদের নজরে হোয়াটস অ্যাপ॥খোয়াতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য

এবার হ্যাকারদের নজরে হোয়াটস অ্যাপ॥খোয়াতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য

 

প্রযুক্তি ডেস্কঃ এবার একদল হ্যাকারের নজরদারির কবলে পড়েছে সামাজিক মাধ্যমের জনপ্রিয় অ্যাপ ‘হোয়াটস অ্যাপ’। কাজে সফল হলে এই হ্যাকাররা যেকোন সময় হাতিয়ে নিতে পারে আপনার সকল ব্যক্তিগত তথ্য।এ মাসের শুরুর দিকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে নিশ্চিত করেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপ। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সুরক্ষিত যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত হোয়াটস অ্যাপের সুরক্ষার কিছু ত্রুটির কারণে হ্যাকররা বিভিন্ন ডিভাইস ও নজরদারি সফটওয়্যার ব্যবহারকারীদের ফোনে ইন্সটল করতে সক্ষম হয়।


তবে হোয়াটস অ্যাপ জানিয়েছে, কিছুসংখ্যাক ব্যবহাকারীকে লক্ষ্য করে ওই একাউন্টগুলোতে সাইবার হামলা চালানো হয়েছিল। তারা এ ত্রুটি গত শুক্রবার সমাধান করেছেন। সেইসঙ্গে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ গতকাল সোমবার ব্যবহারকারীদের হোয়াটস অ্যাপ আপডেট করার আহ্বান জানান। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটস অ্যাপে এসব হামলা চালায় ইসরাইলি সিকিউরিটি ফার্ম এনএসও গ্রুপ। যা ইহুদিবাদি ইসরাইলের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন