News71.com
 Technology
 20 May 19, 11:41 AM
 610           
 0
 20 May 19, 11:41 AM

ভূমি মন্ত্রণালয়ে নতুন দিগন্ত॥ডিজিটাল জরিপ করবে ড্রোন

ভূমি মন্ত্রণালয়ে নতুন দিগন্ত॥ডিজিটাল জরিপ করবে ড্রোন

 

প্রযুক্তি ডেস্কঃ ভূমি জরিপ কাজে প্রথমবারের ন্যায় ড্রোন ব্যবহার করা হবে। ভূমির ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে কোরিয়া সরকারের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবে চৌকস একটি টিম। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে আরও নিখুঁতভাবে ভূমির মালিকানা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের সব অফিসের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেম চালু হয়ে যাবে। তারা বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটির যাত্রা শুরুর মধ্য দিয়ে ভূমি মন্ত্রণালয়ে সত্যিকারার্থে নতুন এক দিগন্ত উন্মোচিত হল। জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য সরকার প্রথম ধাপে কয়েকটি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা নিয়ে প্রকল্পটি গ্রহণ করেছে। একনেকে অনুমোদন হওয়ার পর ১৭ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে এর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ বছর মেয়াদি প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২১ সালে। এতে ব্যয় হবে প্রায় ৩৫২ কোটি টাকা।

প্রকল্প এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা, ঢাকার ধামরাই উপজেলা ও কুষ্টিয়া পৌরসভাসহ সদর উপজেলা। প্রকল্পটির বাস্তব কাজ শুরু হলে সংশ্লিষ্ট এলাকার ভূমি রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড অফিস ও ভূমি সেটেলমেন্ট অফিসের মধ্যে ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেম চালু হবে। ভূমি রেজিস্ট্রি ও নামজারিসহ ভূমি সংক্রান্ত মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত ডিজিটাল লিংকে আদান-প্রদান হবে। ফলে জমি কেনাবেচার মাধ্যমে মালিকানা পরিবর্তন হলেও তা ডিজিটাল জরিপে হালনাগাদ হয়ে ধরা দেবে। মোদ্দাকথা, পুরো বিষয়টি সম্পন্ন হবে অটোমেশন পদ্ধতিতে, যা অনেক উন্নত দেশে সফলভাবে প্রতিফলিত হয়েছে। এর ফলে সেখানকার নাগরিকরা চাইলে মুঠোফোনের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাপসে প্রবেশ করে ব্যক্তিগত জমিসহ যে কোনো জমির হালনাগাদ তথ্য সহজে পেতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন