News71.com
 Technology
 20 May 19, 12:09 PM
 578           
 0
 20 May 19, 12:09 PM

হুয়াওয়ে ফোন বয়কট গুগলের॥বন্ধ হচ্ছে জিমেইল, গুগল প্লে, অ্যান্ড্রয়েড আপডেট

হুয়াওয়ে ফোন বয়কট গুগলের॥বন্ধ হচ্ছে জিমেইল, গুগল প্লে, অ্যান্ড্রয়েড আপডেট

প্রযুক্তি ডেস্কঃ ১৬ মে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে। এবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন নীতির আওতায় হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে গুগল ।এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে একটি সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটির ফলে হুয়াওয়েই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট হারাচ্ছে এবং চীনের বাইরে হুয়াওয়ের আসন্ন ফোনগুলো আর জিমেইল ও গুগল প্লে-এর মতো অ্যাপস ও সার্ভিসে প্রবেশাধিকার পাবে না । গুগলের বরাত দিয়ে রয়টার্স জানায়, হুয়াওয়েকে কারিগরি সহায়তা আর দেবে না গুগল ।গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যোগাযোগ নেটওয়ার্ক, প্রযুক্তি এবং সেবার ক্ষেত্রে বিদেশী প্রতিপক্ষকে হুমকি হিসেবে উল্লেখ করে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করা হয়।এই আদেশ বলে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যারিয়ার নেটওয়ার্কগুলো বিদেশি সম্পৃক্ততার ওপর নির্ভরতা কমাতে বাধ্য হচ্ছে ।

যুক্তরাষ্ট্রের আরো একটি অজুহাত বা অভিযোগ হচ্ছে, হুয়াওয়ের সঙ্গে চীন সরকারের যে সম্পর্ক তা আমেরিকার জন্য বিপদ ডেকে আনতে পারে। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, অন্যান্য দেশ এবং কোম্পানীর উপর গুপ্তচর বৃত্তির কাজে হুয়াওয়ের ফোন ব্যবহার করা যাবে । হুয়াওয়ে বারবার অস্বীকার করেছে যে তাদের পণ্য নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।মোবাইল জায়ান্ট এবং টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে দৃশ্যত এখনো Android অ্যান্ড্রয়েডের এমন সংস্করণের দিকে যাবে যা ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে পাওয়া যাবে ।ট্রাম্পের নির্বাহী আদেশের পর হুয়াওয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইভজি প্রসার ব্যাহত করবে । হুয়াওয়ের সিইও রেন ঝেফেই গত শনিবার স্বীকার করেছেন যে মার্কিন সরকারের এই পদক্ষেপের পর তাদের কম্পানির প্রবৃদ্ধি "ধীর হতে পারে, কিন্তু তা সামান্য হবে"।গুগলের সর্বশেষ সিদ্ধান্তের ব্যাপারে সি-নেট মিডিয়া মন্তব্য করার অনুরোধ জানালে তাৎক্ষণিকভাবে গুগল বা হুয়াওয়ে কোনো জবাব দেয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন