প্রযুক্তি ডেস্কঃ স্যানডিস্ক বাজারে নিয়ে এল ১ টেরাবাইট মাইক্রোএসডি কার্ড যা দেখতে আপনার হাতের নখের সমান।মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষনা দেয়ার মাত্র এক মাস পর বাজারে এসেছে কোম্পানিটির এই মাইক্রোএসডি ইউএইচএস-আই কার্ডটি আর কার্ডটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৫০ ডলার বা ৩৭৩৫০ টাকায়। টমস গাইড এর তালিকায় দেখা যায় যে, কার্ডটির রিড স্পিড প্রায় ৯০মেগাবাইট প্রতিসেকেন্ড এবং রাইট স্পিড প্রায় ৬০ মেগাবাইট প্রতিসেকেন্ড। যদিও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ প্রাপ্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফ্ল্যাশ মেমোরির থেকে এটা কিছুটা ধীরগতি সম্পন্ন। এছাড়াও এই মেমোরিকার্ডের ৫১২গিগাবাইট সংস্বরণ পাওয়া যাবে ২০০ ডলার বা ১৬৬০০ টাকায় এবং ৪০০ গিগাবাইট সংস্বরণ পাওয়া যাবে মূল্য হ্রাস সহ ৯০ ডলার বা ৭৪৭০ টাকায়।
কোম্পানিটি পরামর্শ দিয়েছে যে এই কার্ডটি মোবাইল থেকে ৪কে ভিডিও জমা রাখার জন্য কিংবা গো প্রো ক্যামেরার ভিডিও রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। কোম্পানিটি আরো জানায় যে, বর্তমানে এরা এই কার্ডটির আরো দ্রুততম সংস্করণ তৈরিতে কাজ করছে যার রিড স্পিড হবে ১৭০ মেগাবাইট প্রতিসেকেন্ড এবং রাইট স্পিড হবে ৯০ মেগাবাইট প্রতিসেকেন্ড।