News71.com
 Technology
 23 May 19, 01:19 PM
 573           
 0
 23 May 19, 01:19 PM

গুগল গ্লাসের এন্টারপ্রাইজ ২ সংস্করণ এখন বাজারে ।।

গুগল গ্লাসের এন্টারপ্রাইজ ২ সংস্করণ এখন বাজারে ।।

প্রযুক্তি ডেস্কঃ যদিও গুগল গ্লাসকে এতদিন একটি ব্যার্থ কনজিউমার প্রোডাক্ট বলা হতো, তবে বর্তমানে এন্টারপ্রাইজ সংস্করণে গ্লাসটি নতুন জীবন পেয়েছে একথা বলা যেতে পারে। এ চশমাটির মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করা যাবে কর্মক্ষেত্রে। বিভিন্ন কোম্পানি যেমন এজিসিও, ডয়েচ পোস্ট, ডিএইচএল কর্মীদের মাঝে গ্লাসটি পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল যেন তাদের প্রতিক্রিয়া লক্ষ করা যায়। আর এই কোম্পানিগুলো থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার পরই গুগল গ্লাসটির এন্টারপ্রাইজ ২ সংস্করণ বের করেছে।কোম্পানিটি গত সোমবার প্রকাশিত এক ব্লগ পোষ্টে জানায় যে, তারা খুবই উত্তেজিত গ্লাসটি নিয়ে তাদের অংশীদার ও ব্যবহারকারিদের মতামত দেখার জন্য, এবং কিভাবে তারা গ্লাসটি ব্যবহার করে তাদের ভবিষ্যতের সিদ্ধান্তগুলো কে বাস্তবে রুপ দেয় তা জানার জন্য। গুগল জানায় এই গ্লাসটি পরিধান করার মাধ্যমে এবং গ্লাসটির বিভিন্ন সুবিধা সঠিক ভাবে ব্যবহার করার মধ্য দিয়ে কর্মীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে যেমন কৃষি সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি এজিসিও এই গ্লাস ব্যবহারের ফলে বিভিন্ন সরঞ্জাম উৎপাদনের সময় প্রায় ২৫ শতাংশ কমিয়ে এনেছে। এছাড়াও ডিএইচএল তাদের সাপ্লাই চেইনে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি করেছে।

এই গ্লাসের এন্টারপ্রাইজ ২ সংস্করণে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগনের এক্সআরআই প্ল্যাটফর্ম। আরো রয়েছে অনেক শক্তিশালী সিপিইউ আর কৃত্তিম বুদ্ধিমত্তা ইঞ্জিন এবং এই সকল কারনে গ্লাসটির পার্ফমেন্স অনেক বৃদ্ধি পেয়েছে ও শক্তি সঞ্চয়ের পরিমান ও বৃদ্ধি পেয়েছে বলে গুগল জানিয়েছে।নতুন এই ভার্সণটিতে রয়েছে একটি ইউএসবি সি পোর্ট , আরো ভালো ব্যাটারি সাপোর্ট । আগের গুগল গ্লাসের তুলনায় নতুন এই গ্লাসে রয়েছে আরো উচ্চ রেজুলিউশান সম্পন্ন ক্যামেরা । যদিও এই নতুন গ্লাসটি তৈরি করা এবং বাজারে ছাড়া এত সহজ ছিলো না বলে জানিয়েছে কোম্পানিটি, কারন এই নতুন এন্টারপ্রাইজ ২য় সংস্করণে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড আবার এটা এন্ড্রয়েড এন্টারপ্রাইজ মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সাপোর্ট করে। গুগল জানিয়েছে এই পরিধান যোগ্য নতুন গ্লাসটির মূল্য হবে ৯৯৯ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন