News71.com
 Technology
 25 May 19, 01:48 PM
 637           
 0
 25 May 19, 01:48 PM

৩,৩০০ কেজি ওজনের বিমান টানলো ১৩০ কেজির রোবট!

৩,৩০০ কেজি ওজনের বিমান টানলো ১৩০ কেজির রোবট!

প্রযুক্তি ডেস্কঃ গড়ন কুকুরের মতো। হাঁটেও চার পায়ে। অন্য কিছু নয়, বলছিলাম চতুষ্পদী রোবটের কথা।আকৃতি ছোটো কিন্তু ক্ষমতা তার অসীম। ১৩০ কেজির শরীর নিয়ে অনায়াসে সে টেনে ফেলতে পারে ৩,৩০০ কেজি ওজনের বিমান। ইতালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই রোবটির নাম দিয়েছে 'হাইকরিয়াল'। সারমেয়-সদৃশ চারপেয়ে এই রোবটির একটি ভিডিও রিলিজ করেছে আইআইটি। তাতেই দেখা যাচ্ছে, কতটা শক্তিধর এই 'হাইকরিয়াল'। জানা গেছে, ১৩০ কেজি ওজনের এই রোবটটিতে রয়েছে ৪৮ ভোল্টের একটি ব্যাটারি। রোবটের নির্মাতাদের দাবি, ঝড় বা পানিতে রোবটটি এতটুকু নষ্ট হবে না। মার্কিন একটি সংস্থা মুগ'র সঙ্গে যৌথভাবে রোবটটি বানিয়েছেন ইতালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রযুক্তিবিদরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন