প্রযুক্তি ডেস্কঃ মে মাসের শুরুর দিকে স্যামসাং তাদের নতুন মোবাইল বাজারে নিয়ে আসার কথা জানায়। জানা গিয়েছে , স্যামসাংয়ের নতুন এই মোবাইলটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।বলা হচ্ছে যে, নতুন এই ক্যামেরা সেন্সরের মাধ্যমেই স্যামসাংয়ের এই মোবাইলটি সনি আইএমএক্স ৫৮৬ কে হারিয়ে বাজারের সবচেয়ে বেশী ক্যামেরা সেন্সরযুক্ত মোবাইল হবে। খবরটি পাওয়ার পর অনেকেই ধারণা করেছিল যে, স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি নোট ১০ এ এই সেন্সরটি ব্যবহার করবে। তবে, ইটি নিউজ থেকে পাওয়া খবরে জানা যায় , আসলে স্যামসাং নতুন এই ক্যামেরা সেন্সরটি তাদের নতুন ফোন গ্যালাক্সি এ৭০এসে ব্যবহার করতে যাচ্ছে। এই বছরের শুরুর দিকে স্যামসাং তাদের গ্যালাক্সি এ৭০ মোবাইলটি বাজারে নিয়ে আসে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে ধারণা করা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ ৭০এস হবে স্যামসাং গ্যালাক্সি এ৭০ এর কিছুটা উন্নত সংস্করণ। যদিও স্যামসাং এই বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলে নি। মোবাইলটির পিছনে থাকবে ৩টি ক্যামেরা , নিশ্চিত করেই বলা যায় প্রধান ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের তবে বাকি দুটো ক্যামেরা সম্পর্কে এখনোও জানা যায় নি।
এই খবরের আলকে, বলা যেতে পারে স্যামসাং তাদের মোবাইল ফোনের বাজার রক্ষা করতে খুব মজার কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। কোম্পানিটি জানিয়েছিল তারা মধ্যম সারির বাজার ধরতে তাদের প্রধান দুটি ফ্ল্যাগশিপ (গ্যালাক্সি এস ও নোট) বাদে অন্য মোবাইলের উপর জোর দিবে। আর নতুন এই মোবাইলের মাধ্যমেই এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। এখন পর্যন্ত, স্যামসাং গ্যালাক্সি এ৭০ মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে না । তাই স্যামসাং গ্যালাক্সি এ৭০এস মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।ইটি নিউজ আরোও জানিয়েছে নতুন এই মোবাইলটি এই বছরের দ্বিতীয় ভাগ থেকে বাজারে পাওয়া যাবে ।