News71.com
 Technology
 29 May 19, 11:45 AM
 611           
 0
 29 May 19, 11:45 AM

চাকরি পেতে স্কুলছাত্রের অ্যাপল সার্ভার হ্যাক॥  

চাকরি পেতে স্কুলছাত্রের অ্যাপল সার্ভার হ্যাক॥   

প্রযুক্তি ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য টেকজায়ান্ট অ্যাপল অত্যন্ত লোভনীয় প্রতিষ্ঠান। এর জন্য অনেকের চেষ্টা চলে দিনরাত, চলে পড়াশোনা। কিন্তু ১৭ বছর বয়সী এক স্কুলছাত্র এসবের ধারে-কাছে না গিয়ে সোজা অ্যাপলের সিস্টেম সার্ভার হ্যাক করে বসেছে!ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে। গণমাধ্যম এবিসি ডট নেটের প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থী চাকরি পাওয়ার আশায় অ্যাপলের সার্ভার হ্যাক করার বিষয়টি স্বীকার করেছে। সে বলেছে, মেলবোর্নের আরেক কিশোরের সঙ্গে মিলে তারা ২০১৫ সালে প্রথম অ্যাপলের সার্ভারে অনুপ্রবেশ করে। এরপর ২০১৭ সালে ফের একই কাজ করে তারা। দ্বিতীয়বার তারা অ্যাপলের কিছু অভ্যন্তরীণ নথি ডাউনলোড করেছিল।কীভাবে এমন কাজ করেছে—এমন প্রশ্নের জবাবে ওই কিশোর জানায়, এ ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তার ‘অভিজ্ঞতা’ কাজে লাগিয়েছে। প্রথমে ওই কিশোর একটি মিথ্যা ডিজিটাল আইডি তৈরি করেছিল। আইডি এমন ভাবে তৈরি করা হয়েছিল, যাতে অ্যাপল সার্ভার ওই কিশোরকে তাদের প্রতিষ্ঠানের কর্মী ভাবে। এরপর ওই আইডি ব্যবহার করে সার্ভার থেকে অ্যাপলের অভ্যন্তরীণ নথি ডাউনলোড করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন