প্রযুক্তি ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। যার পোশাকি নাম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯। তবে মাঠের লড়াই শুরুর আগেই খেলার আমেজ গুগল পেজে। অন্যান্য বিশেষ দিবস বা বিখ্যাত ব্যক্তিদের স্মরণে যে ডুডল তৈরি করে, ক্রিকেট নিয়েও সে ধরণের ডুডল তৈরি করেছে তারা।
বিশ্বকাপ শুরু আগের দিন গতকাল (বুধবার) দিবাগত রাত ২টার পর থেকে গুগলের হোমপেজে দেখা মেলে বিশ্বকাপ ক্রিকেটের ডুডল। এতে দেখা যাচ্ছে, গুগল বানানের একটি ইংরেজি ‘ও’ বর্ণকে বলের আকার এবং ‘দুটি এলকে’ স্ট্যাম্প বানিয়ে দারুণ একটি চিত্র সাজিয়েছে। 'ও' বর্ণটি আবার নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়ে বোলারের হাতে বল হিসেবে দেখা যাচ্ছে। ওই বোলার সেই বলটি ব্যাটসম্যানের উদ্দেশে করছেন। ব্যাটসম্যানও বলটি সজোরে হাকাচ্ছেন। দ্বাদশ বিশ্বকাপের প্রথম দিন আজ বৃহস্পতিবারই আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা। মোট ১০টি দেশ এক মাসব্যাপী এ প্রতিযোগিতায় প্রবল লড়াইয়ে অংশগ্রহণ করছে।