News71.com
 Technology
 02 Jun 19, 11:24 AM
 641           
 0
 02 Jun 19, 11:24 AM

যুক্তরাজ্যে ৫জি এখন হাতের মুঠোয়॥

যুক্তরাজ্যে ৫জি এখন হাতের মুঠোয়॥

প্রযুক্তি ডেস্কঃ যুক্তরাজ্যে সর্বপ্রথম ৫জি নেটওয়ার্ক চালু হয়েছে। নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান ইই গত শুক্রবার লন্ডন, এডিনবার্গ, কার্ডিফ, বেলফাস্ট, বার্মিংহাম ও ম্যানচেস্টারের কিছু অংশে সীমিত পরিসরে ৫জি নেটওয়ার্ক চালু করে। গত মাসে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী ভোডাফোন যুক্তরাজ্যে তাদের নিজস্ব ৫জি নেটওয়ার্ক চালু করবে বলে ঘোষণা দিয়েছিল। আর ইই ভোডাফোনকে পিছনে ফেলে আজই যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে সীমিত পরিসরে ৫জি নেটওয়ার্ক চালু করে।কোম্পানিটি লন্ডনে মূলত কিছু বিখ্যাত পর্যটক কেন্দ্রকে লক্ষ্য করে তাদের ৫জি নেটওয়ার্ক চালু করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ সেন্ট পলস, কোভেন্ট গার্ডেন, সোহো, দ্যা স্ট্র্যান্ড , টাওয়ার ব্রিজ ও লন্ডন সেতু।

যদিও ৫জি নেটওয়ার্ক এখনও সম্পূর্ণরুপে ব্যবহার করা যাচ্ছে না। তারপরও ৫জি নেটওয়ার্কের গড় স্পিড ৪ জি নেটওয়ার্ক থেকে প্রায় ১০ গুন বেশি হবে বলে ঘোষনা করা হয়েছে। আগে যেসব এলাকাতে ৪ জি নেটওয়ার্ক ব্যাবহার করে ২৫ মেগাবাইট/সেকেন্ড গতি পাওয়া যেতো এখন ঠিক সেই এলাকাগুলোতেই ৫ জি নেটয়ার্ক দিয়ে গতি পাওয়া গিয়েছে ২০০ মেগাবাইট/প্রতিসেকেন্ড। উক্ত এলাকা গুলোতে ব্যবহারকারীরা খুব সাবলীল ভাবেই ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে দাড়াতে হবে না, হাঁটতে হাঁটতেও এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। উক্ত এলাকাগুলোর মধ্যে কোভেন্ট গার্ডেনের পাশে সবচেয়ে বেশী ইন্টারনেটের গতি পাওয়া গিয়েছে আর তা হলো ৫১০ মেগাবাইট/সেকেন্ড। তবে ৫জি এর একটি খারাপ দিক হলো, এটি খুব দ্রুত মোবাইলের ব্যাটারি খরচ করে। শুধু ওকলা স্পিড টেস্ট আর ফাস্ট টেস্টের অ্যাপ ব্যবহার করার ফলেই মোবাইলের চার্জ কয়েক ঘন্টায় ৫০ শতাংশ থেকে ০ শতাংশ হয়ে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন