News71.com
 Technology
 03 Jun 19, 01:20 PM
 662           
 0
 03 Jun 19, 01:20 PM

এবার যুক্তরাষ্ট্রেই তদন্তের মুখে গুগল ।।

এবার যুক্তরাষ্ট্রেই তদন্তের মুখে গুগল ।।

প্রযুক্তি ডেস্কঃ গুগল খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের সম্মুখীন হতে পারে। দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গিয়েছে। কোম্পানিটির বিস্তৃত সফটওয়্যার সেবা ও অন্যান্য সুযোগ সুবিধার উপর এই তদন্ত হতে পারে বলে জানিয়েছে জার্নালটি। উক্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমস এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত মে মাসে ফেসবুকের স‌হ-প্রতিষ্ঠাতা ক্রিস হাজেস প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বাজারে প্রতিযোগিতার বিকাশে ফেসবুক ভেঙ্গে দেওয়ার আহবান জানিয়ে সারা বিশ্বে আলোচনার জন্ম দেন।

 

বেনামী সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তদন্তের ভার হস্তান্তর করতে পারে। ফেডারেল ট্রেড কমিশন মূলত সব প্রতারণা ও বিশ্বাস লঙ্ঘনের মামলা গুলো নিয়ে কাজ করে। এর আগে এই সংস্থাটি ২০১১ সালে অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা করেছিল । মামলার বিষয়বস্তু ছিল অ্যাপল তার সাফারি ব্রাউজারে ব্যবহারকারীকে কিছু না জানিয়ে তাদের তথ্য ও কুকিজ সংরক্ষণ করত। প্রায় ১ বছর পর অ্যাপলকে ২২.৫ মিলিয়ন ডলার জরিমানার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে বিচার বিভাগ। জার্নালটির মতে ২০১৩ সালে একবার এফটিসি গুগলের বিরুদ্ধে বিশ্বাস লঙ্ঘনের দায়ে তদন্ত করেছিল তবে তারা তখন সেই তদন্ত শেষ না করেই বন্ধ করে দিয়েছিল। এখন আবার নতুন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে বিশ্বাস লঙ্ঘনের দাবি তুলেছে এবং তদন্ত করতে চাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন