News71.com
 Technology
 03 Jun 19, 07:38 PM
 647           
 0
 03 Jun 19, 07:38 PM

ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করবেন যেভাবে ।।

ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করবেন যেভাবে ।।

প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ বা প্রোফাইলটি কিভাবে ভেরিফাই করবেন এমন প্রশ্ন রয়েছে অনেকের।নিজের ফেসবুক পেজটি ভেরিফাই করার জন্য পেজের সব তথ্য পূরণ করা আছে কিনা পরীক্ষা করুন। এরপর 'Request a Verified Badge'-এ গিয়ে নির্দিষ্ট ফর্মে পেজটি সিলেক্ট করুন। অফিসিয়াল আইডি আপলোড করুন। অফিসিয়াল পেজের লিঙ্ক দিন। সাবমিট করার পর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পেজে ভেরিফাইড ব্লু মার্কটি দেখাবে।

ফেসবুক পেজের মতো প্রোফাইলেও একই নিয়ম। তবে সেক্ষেত্রে প্রোফাইল ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে হবে। আর বিজনেস পেজের ক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন। সেখানে ফর্ম পূরণ করে অথবা আপনার ও ব্যবসার সব তথ্য আছে এমন বিজনেস ডকুমেন্ট আপ করে ভেরিফাই করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন