প্রযুক্তি ডেস্কঃ বিভিন্ন ডেটিং সাইটে অপরিচিত ব্যক্তিদের নানা প্রলোভনে প্রতারিত হয় অনেকেই। উপহার বা সাহায্যের নামে অর্থও খোয়াতে হয়। সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন পদ্ধতি যৌথভাবে উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, নতুন এ পদ্ধতি বিভিন্ন সাইটে থাকা প্রফাইলের ছবি, তথ্য ও বার্তা বিশ্লেষণ করে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, কোনো ব্যক্তি অর্থ পাঠানোর অনুরোধ করলেই বার্তার গ্রহণযোগ্যতা পর্যালোচনা করে আসল না নকল বুঝতে পারে। এরই মধ্যে এ পদ্ধতি কাজে লাগিয়ে ৯৩ শতাংশ ক্ষেত্রেই সফলতা মিলেছে। নতুন এ পদ্ধতি কাজে লাগিয়ে বিভিন্ন ডেটিং সাইটে থাকা ভুয়া প্রফাইল শনাক্ত করে মুছেও ফেলা সম্ভব।