News71.com
 Technology
 07 Jun 19, 08:32 PM
 655           
 0
 07 Jun 19, 08:32 PM

এখন থেকে সরাসরি ট্রেন ও বাস চলাচলের সময় দেখাবে গুগল॥

এখন থেকে সরাসরি ট্রেন ও বাস চলাচলের সময় দেখাবে গুগল॥

প্রযুক্তি ডেস্কঃ গুগল ম্যাপ হল গুগলের তৈরি ও উন্নয়ন করা একটি ওয়েব মানচিত্রায়ান সেবা। এটি উপগ্রহ চিত্র, রাস্তার মানচিত্র, রাস্তার দৃশ্য বা স্ট্রিট ভিউ প্রদর্শন করে। কিন্তু বর্তমানে গুগল চালু করতে যাচ্ছে আরো একটি নতুন সেবা। এই সেবায় বর্তমানে সরাসরি ট্রেন এবং বাস এমনকি রিকশা চলাচলের দৃশ্যও প্রদর্শন করবে।গুগল ম্যাপের এই সেবাটি চালু হতে যাচ্ছে ভারতে। এখন থেকে ওই সেবা চালু হওয়ার ফলে যাত্রীরা বাস চলাচলের সময় দেখতে পারবেন। সেই সাথে সরাসরি যানবাহন চলাচলের আপডেট দেখাবে। এই নিউজটি গুগলের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সংস্থাটি।দিল্লি, ব্যাঙ্গালুরো, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, লক্ষৌ, চেন্নাই, মহিসুর ও সুরাটে এই সেবাটি চালু করা হবে।এছাড়াও সরাসরি ট্রেনের আপাডেটও পাওয়া যাবে। হোয়ার ইজ মাই ট্রেন নামক একটি অ্যাপের সাথে কাজ করে এই সেবাটি চালু করবে তারা। ওই অ্যাপের সকল তথ্য গুগল ম্যাপে যুক্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন