প্রযুক্তি ডেস্কঃ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের ওয়েবসাইট ব্লক করেছে চীন। তিয়েনআনমেন স্কয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে এশিয়ার দেশটি।সেন্সরশিপ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান গ্রেটফায়ার ডট অর্গানাইজেশনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, গত সপ্তাহেও চীন থেকে তাদের সাইট এবং গার্ডিয়ানে প্রবেশ করা যেত। তবে এখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং সফটওয়্যার ছাড়া এগুলোতে প্রবেশ করা যাচ্ছে না।
মূলত ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ার দমনাভিযানের তথ্য মুছে দিতে চাচ্ছে চীন। এজন্য বেশকিছু গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমও নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা। এরই মধ্যে দেশটির নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি ও শব্দ ‘ব্লক’ করা হয়েছে।তিয়েনআনমেন স্কয়ার সম্পর্কিত তথ্য যেন মানুষের কাছে না পৌঁছায় সেজন্য মে মাসের মাঝামাঝি সময় থেকে উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ রেখেছে চীন সরকার। এছাড়া ১৯৮৯ সালের ওই ঘটনা নিয়ে একটি সংবাদ প্রচার করায় সিএনএন আবারও বন্ধ করে দিয়েছে তারা।চীনে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ নেই। এর মধ্যে আছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সাইট। এগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকেও ব্লক করলে স্বাভাবিকভাবেই অনেক তথ্য আড়ালে থেকে যাবে।