News71.com
 Technology
 13 Jun 19, 01:47 PM
 630           
 0
 13 Jun 19, 01:47 PM

অ্যামাজনের বাজারে আনছে সন্দেহভাজন চোর শনাক্ত করা যন্ত্র ‘ডোরবেল’॥

অ্যামাজনের বাজারে আনছে সন্দেহভাজন চোর শনাক্ত করা যন্ত্র ‘ডোরবেল’॥

প্রযুক্তি ডেস্কঃ দরজার বাইরে থাকা আগন্তুকের সঙ্গে সন্দেহভাজন চোরের চেহারা মিলিয়ে দেখবে অ্যামাজনের  ‘রিং’ ডোরবেল। এ জন্য অবশ্য আগে থেকেই আশপাশের রিং ডোরবেল ব্যবহারকারীদের কাছ থেকে সন্দেহভাজন চোরের ভিডিও সংগ্রহ করবে তারা। ব্যবহারকারীরা চাইলে নিজেরাই রিংয়ের তৈরি ‘নেইবারস’ অ্যাপে চুরির ঘটনার ভিডিও ফুটেজ পোস্ট করতে পারবে।

এসব ভিডিও পর্যালোচনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজন চোরের ছবি তৈরি করে সব ডোরবেলের তথ্যভাণ্ডারে পাঠানো হবে। দরজার বাইরে থাকা আগন্তুকের সঙ্গে কোনো ছবি মিলে গেলেই ব্যবহারকারীদের সতর্ক করবে ওয়াই-ফাইযুক্ত ডোরবেলটি। ফলে দরজা না খুলেই আগন্তুকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এমনকি কেউ ভুল পরিচয় দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করলে তা-ও ধরে ফেলবে ডোরবেলটি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ডোরবেলটি বাজারে আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন