প্রযুক্তি ডেস্কঃ দ্বিতীয়বারের মতো চন্দ্রাভিযানে চাঁদের বুকে মহাকাশযান অবতরণের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ১৫ জুলাই রাতে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-২। ২০০৮ সালে ভারত তাদের প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ চাঁদে পাঠিয়েছিল। সেটি উপগ্রহের কক্ষপথে পাঠানো হয়েছিল, অবতরণের উদ্দেশ্যে নয়।গতকাল বুধবার ইসরোর চেয়ারম্যান ড. কে শিভন জানান, সেপ্টেম্বরের ৬ বা ৭ তারিখ চাঁদে পৌঁছাবে চন্দ্রযান-২। দিনভর চাঁদের পৃষ্ঠে ঘুরে ঘুরে কাজ করবে যানটি। এবারের অভিযানে চাঁদের পৃষ্ঠ এবং এর পানি, খনিজ সম্পদ ও পাথরের গড়ন সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নানা ধরনের পরীক্ষামূলক কাজ চালাবে মহাকাশযানটি। এ যানে ১১টি পে লোডার থাকছে। তার মধ্যে ৬টি ভারতের, ৩টি ইউরোপের ও ২টি যুক্তরাষ্ট্রের।পৃথিবী থেকে সংকেত পাঠিয়ে চাঁদের মাটিতে গাড়ির মতো রোভার চালাবেন ইসরোর বিজ্ঞানীরা। বেঙ্গালুরুতে চন্দ্রযান-২ এর ছবি ও প্রতিটি অংশের খুঁটিনাটি নিয়ে প্রদর্শনী করেছে ইসরো। টাইমস অব ইন্ডিয়া।