প্রযুক্তি ডেস্কঃ ইন্টেল করপোরেশনের ফাইভজি ব্যবসা ক্রয়ের মাধ্যমে নিজেই আইফোনের মডেম তৈরি করতে চায় প্রযুক্তি কোম্পানি অ্যাপল। যে কারণে ইন্টেলের জার্মানিভিত্তিক মডেম ব্যবসা বিভাগ অধিগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। গতকাল আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আর্সটেকনিকা।ইন্টেল স্মার্টফোন ডিভাইসের জন্য মডেম তৈরির ব্যবসা গুটিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। মার্কিন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানটি তাদের মডেম ব্যবসার পুরোটাই গড়েছে জার্মানিতে। ২০১১ সালে মডেম ব্যবসা জোরদারের লক্ষ্যে ১৪০ কোটি ডলার ইনফিনিয়ন নামে একটি কোম্পানি অধিগ্রহণ করেছিল ইন্টেল এবং ইনফিনিয়নকে জার্মানির কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ইন্টেলের এ বিভাগের দায়িত্বে যে প্রকৌশলী ছিলেন, এক দশক আগে তিনি আইফোনের চিপ নিয়ে কাজ করতেন।ইন্টেলের মডেম চিপ ব্যবসা নিয়ে অ্যাপলের আগ্রহ নতুন কিছু না। গত এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যাপল নিজেই মডেম চিপ উন্নয়নের লক্ষ্যে বড় অংকের একটি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে।
ওই সময় ইন্টেলের এক বিবৃতিতে জানানো হয়েছিল, তাদের স্মার্টফোনের মডেম চিপ ব্যবসা বিভাগ অধিগ্রহণে একটি প্রতিষ্ঠান জোর চেষ্টা চালাচ্ছে। তবে আগ্রহী ক্রেতা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।ইন্টেল জানায়, তারা ওয়্যারলেস ফাইভজি ফোন ব্যবসা বিক্রয়ে সহায়তা পেতে বাইরে থেকে একজন পরামর্শক নিয়োগ করেছে। তিনি বিভাগটির সম্ভাব্য বিক্রয় মূল্য নির্ধারণে কাজ করছেন। ওয়্যারলেস মডেম ও মেধাসম্পত্তি উভয় ক্ষেত্রে গুরুত্ব সৃষ্টিতে সক্ষম হয়েছে ইন্টেল। যে কারণে বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক প্রতিষ্ঠান ইন্টেলের মডেম চিপ ব্যবসা কিনতে আগ্রহী।ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই ইন্টেলের মডেম চিপ ব্যবসা অধিগ্রহণের লক্ষ্যে আলোচনা চালিয়ে আসছে অ্যাপল। তবে কোয়ালকমের সঙ্গে অ্যাপলের পেটেন্ট ও রয়্যালটি নিয়ে মামলা মীমাংসার আগ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়। অ্যাপল-কোয়ালকম এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে সমাপ্তি টেনেছে। কোম্পানি দুটি জানায়, তাদের মধ্যে একটি ছয় বছর মেয়াদি লাইসেন্স চুক্তি হয়েছে এবং নিজেদের মধ্যে কম মূল্যে পণ্য সরবরাহে একটি বহু বছরের চুক্তিও সম্পন্ন হয়েছে।