News71.com
 Technology
 08 Aug 19, 12:06 PM
 718           
 0
 08 Aug 19, 12:06 PM

বাজারে নতুন দুই নোট আনল স্যামসাং কতৃপক্ষ॥

বাজারে নতুন দুই নোট আনল স্যামসাং কতৃপক্ষ॥

প্রযুক্তি ডেস্কঃ গ্যালাক্সি নোট সিরিজে নতুন দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল বুধবার নিউইয়র্কের এক অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ১০ ও নোট ১০ প্লাসের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোন দুটির ডিসপ্লে যথাক্রমে ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৮ ইঞ্চি। গ্যালাক্সি এস ১০ প্লাস ফোনটি নোট সিরিজের সবচেয়ে বড় ফোন। গ্যালাক্সি নোট ১০ ও ১০ প্লাসে অনেক ফিচারে মিল থাকলেও ডিসপ্লে, ব্যাটারির আকার ও র‍্যামে পার্থক্য রয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট ১০ এর দাম জবে ৯৪৯ মার্কিন ডলার আর নোট ১০ এর দাম শুরু এক হাজার ৯৯ মার্কিন ডলার থেকে। নোট ১০ প্লাসের ৫জি সংস্করণের দাম ১ হাজার ২৯৯ দশমিক ৯৯ ডলার। গতকাল বুধবার থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এ ফোনের আগাম বুকিং  শুরু হয়েছে। ২৩ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে এটি পাওয়া যাবে। বাংলাদেশের বাজারেও শিগগিরই এ ফোনের আগাম বুকিং শুরু হতে পারে বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন