News71.com
 Technology
 09 Aug 19, 08:22 PM
 676           
 0
 09 Aug 19, 08:22 PM

কোয়ালকম প্রসেসরে ত্রুটি ॥ ঝুঁকিতে কয়েক কোটি অ্যানড্রয়ড স্মার্টফোন

কোয়ালকম প্রসেসরে ত্রুটি ॥ ঝুঁকিতে কয়েক কোটি অ্যানড্রয়ড স্মার্টফোন

প্রযুক্তি ডেস্কঃ কোয়ালকম প্রসেসরের কারিগরি ত্রুটির কারণে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা কোটি কোটি স্মার্টফোন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। প্রসেসরে থাকা কারিগরি ত্রুটিটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই দূর থেকে ডিভাইসের অবস্থান জানার পাশাপাশি গোপনে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। তবে সব স্মার্টফোনে নয়, কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮৫৫, ৮৪৫, ৭৩০, ৭১০ এবং ৬৭৫ মডেলের প্রসেসরে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ৩৪ মডেলের স্মার্টফোন এ হামলার শঙ্কায় রয়েছে। এরই মধ্যে প্রসেসরের ত্রুটির সমাধান করে নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেছে কোয়ালকম। ত্রুটিযুক্ত প্রসেসর ব্যবহারকারীদের দ্রুত আপডেটটি ইনস্টল করারও পরামর্শ দিয়েছে শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন