প্রযুক্তি ডেস্কঃ এ যুগের শিশুদের খেলার নিত্যসঙ্গী হচ্ছে স্মার্টফোন কিংবা ট্যাব। জ্ঞান অর্জন আর পারিপার্শ্বিক পরিবেশের সাথে পরিচিত করাতেও মা-বাবারা শিশুদের কার্টুন দেখাতে অভ্যস্ত করে থাকেন। আর এ বিষয়টি মাথায় রেখেই বাংলা ভাষায় শিশুদের জন্য কার্টুন তৈরি শুরু করেছিলেন একদল তরুণ। পরে সেগুলো ইউটিউব চ্যানেলে প্রচার করেন। শিশুদের নিয়ে তৈরি এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে 'বিডি কিডস টিভি'। এরই মধ্যে শিশুদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। মাত্র ২ বছরের ব্যবধানে এই চ্যানেলটি ইউটিউব কর্তৃক ভেরিফাইড এবং সিলভার বাটনও অর্জন করেছে। ২০১৭ সালে বিডি কিডস টিভি প্রতিষ্ঠা করেন খাইরুল বাশার নয়ন এবং সহপ্রতিষ্ঠাতা মহিউদ্দিন মোস্তফা।