প্রযুক্তি ডেস্কঃ তিন রিয়ার ক্যামেরার দুটি নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে নকিয়া। অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের ‘নকিয়া ৬.২’ ও ‘নকিয়া ৭.২’ ফোন দুটি মিডরেঞ্জ সেগমেন্টের। ফোন দুটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। যাতে শিগগিরই অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাওয়া যাবে।জার্মানির বার্লিনে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ফোন দুটি উন্মুক্ত করা হয়। ‘নকিয়া ৬.২’ স্মার্টফোনে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ও ৪ জিবি র্যামের সঙ্গে রয়েছে ১২৮ জিবি রম। পেছনে তিনটি ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।৩ হাজার ৫শ অ্যাম্পিয়ার ব্যাটারির ‘নকিয়া ৬.২’র ওজন ১৮০ গ্রাম। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইউরো (১ ইউরো সমান ৯৩.৪০ টাকা)।
উন্মুক্ত করা অপর ফোন ‘নকিয়া ৭.২’র পর্দাও ৬ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস। এর ভেতরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। ৬ জিবি র্যামের সঙ্গে রয়েছে ১২৮ জিবি রম।হ্যান্ডসেটটির পেছনেও তিনটি ক্যামেরা। একটি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর আরেকটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ৩ হাজার ৫শ অ্যাম্পিয়ার ব্যাটারির ‘নকিয়া ৭.২’র ওজনও ১৮০ গ্রাম। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ইউরো (১ ইউরো সমান ৯৩.৪০ টাকা)। ভিন্ন তিন রংয়ে পাওয়া যাবে ফোনগুলো। তবে কবে নাগাদ ভারত ও বাংলাদেশের বাজারে ফোনগুলো পাওয়া যাবে সে ধরনের তথ্য প্রাথমিক পাওয়া যায়নি।