News71.com
 Technology
 11 Sep 19, 07:42 PM
 759           
 0
 11 Sep 19, 07:42 PM

হুয়াওয়ের ওএস হারমনি থাকবে ওপেন সোর্স প্ল্যাটফর্মে॥

হুয়াওয়ের ওএস হারমনি থাকবে ওপেন সোর্স প্ল্যাটফর্মে॥

প্রযুক্তি ডেস্কঃ স্মার্টফোনের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান হুওয়ায়ে নির্মিত অপারেটিং সিস্টেম (ওএস) হারমনি থাকবে ওপেন সোর্স বা উন্মুক্ত প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দিতে ডেভেলপাররা যেনো অপারেটিং সিস্টেমটির প্রতিনিয়ত উন্নয়নে কাজ করতে পারেন, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হুয়াওয়ে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে হুয়াওয়ে প্রধান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এ তথ্য জানান হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ মতবিনিময়ে অংশ নেন হুয়াওয়ের সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং এক্সপার্ট রেমন্ড ঝোঁ, হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং, মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, সিনিয়র পি আর ম্যানেজার (ডিভাইস) সুমন সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হারমনি ওএস এর বিভিন্ন দিক তুলে ধরে এসময় জানানো হয়, এই অপারেটিং সিস্টেমটি মাইক্রো কার্নেল বেজ, যা ব্যবহার করা যাবে বড় পরিসরে। স্মার্ট স্পিকার, স্মার্ট স্ক্রিন, গাড়ি, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহার করা যাবে হারমনি। এসময় রেমন্ড ঝোঁ বলেন, বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইসে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে আসছে। যে কারণে একেক ধরনের ডিভাইসে আলাদা আলাদা প্রোগ্রামিংয়ে অ্যাপস তৈরি করতে হয়। আমরা এই জায়গাটিতেই বিপ্লব আনতে যাচ্ছি। যেমন এখন স্মার্টফোনের জন্য প্রায় ৩.৯ মিলিয়ন অ্যাপস আছে। স্মার্ট ওয়াচের জন্য আছে ২০ হাজারের বেশি, টেলিভিশনের জন্য ১০ হাজার এবং গাড়ির জন্য ১০০ এর বেশি অ্যাপস আছে। হারমনি এমন একটি ওএস হবে, যেখানে এমন সবধরনের ডিভাইসই ব্যবহার করা যাবে একটি অপারেটিং সিস্টেমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন