আইটি ডেস্কঃ বাজারে দুই ভিডিও স্ট্রিমিং সেবার প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হওয়ায় ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব ইগার অ্যাপলের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। তবে তার পদত্যাগের সিদ্ধান্ত তিনদিন পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশ হয়। কোনো প্রতিষ্ঠান পদত্যাগের কারণ না জানালেও খাত সংশ্লিষ্টদের ধারনা, দুই প্রতিষ্ঠানের নতুন সেবাই মূল কারণ। বিশ্ববিখ্যাত দুই প্রতিষ্ঠান এবার বাজারে ভিডিও স্ট্রিমিং সেবা নিয়ে আসছে একই মাসে। অ্যাপল ও ডিজনির বাজারে সম্ভাব্য প্রতিযোগিতা আঁচ করতে পেরেই অ্যাপলের বোর্ড থেকে পদত্যাগ করলেন ডিজনি সিইও।