News71.com
 Technology
 22 Sep 19, 01:12 PM
 708           
 0
 22 Sep 19, 01:12 PM

গ্রুপ স্টোরিজ ফিচার বন্ধ করছে ফেসবুক॥

গ্রুপ স্টোরিজ ফিচার বন্ধ করছে ফেসবুক॥

আইটি ডেস্কঃ শিগগিরই গ্রুপ স্টোরিজ ফিচারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এ ফিচার ব্যবহার করে গ্রুপের প্রশাসক ও সদস্যরা ছবি ও ভিডিও পোস্ট করতে পারতেন যা ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যেতো। ফেসবুক বলছে, ২৬ সেপ্টেম্বরের পর থেকে গ্রুপে আর এ সুবিধা থাকবে না। গ্রুপের বর্তমান স্টোরিগুলো মুছে যাবে এবং নতুন করে কোনো স্টোরি পোস্ট করার সুযোগ থাকবে না। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের।ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা গ্রুপ স্টোরিজ ফিচারটি বন্ধ করে দিচ্ছি কারণ আমরা চাইছি গ্রুপে থাকা ফিচারগুলোর মাধ্যমে যাতে কার্যকরভাবে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ে এবং ফেসবুক কমিউনিটিতে অভিজ্ঞতা উন্নত হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন