News71.com
 Technology
 23 Sep 19, 11:41 AM
 794           
 0
 23 Sep 19, 11:41 AM

সাশ্রয়ী দামে বাজারে ৮ জিবি র‍্যামের স্মার্টফোন আনল অপ্পো॥  

সাশ্রয়ী দামে বাজারে ৮ জিবি র‍্যামের স্মার্টফোন আনল অপ্পো॥   

আইটি ডেস্কঃ বাংলাদেশের বাজারে ‘অপো এ৯ ২০২০’ এবং ‘এ৫ ২০২০’ উন্মোচন করলো অপো বাংলাদেশ। ঢাকার লেকশোর হোটেলে এক আয়োজনের মধ্য দিয়ে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, ক্রিকেটার তাসকিন আহমেদ, অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার আইয়োনো, পাবলিক রিলেশন্স ম্যানেজার ইফতেখার সানি এবং মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ কোয়াড ক্যামেরা যুক্ত অপো এ৯ ২০২০ তে থাকছে ৮ গিগাবাইট র্যািম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপো এ৫ ২০২০ তে থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগাবাইট র্যা ম এবং ১২৮ গিগাবাইট মেমোরি।ফোনদুটি পাওয়া যাবে যথাক্রমে ২৪ হাজার ৯৯০ টাকা এবং ১৯ হাজার ৯৯০ টাকায়।

স্মার্টফোনের উন্নয়নে যুগান্তকারী সব উদ্ভাবনে নেতৃস্থানীয় একটি ব্র্যান্ড অপো। স্মার্টফোনে সদ্য উদ্ভাবিত সব প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রেও বিশেষ সুনাম রয়েছে ব্র্যান্ডটির। নিজেদের এই খ্যাতি ধরে রাখার প্রয়াসে বাংলাদেশে নিয়ে এসেছে হার্ডকোর গেমার এবং ভ্রমণকারীদের জন্যে বিশেষভাবে নির্মিত অপো এ৯ ২০২০ স্মার্টফোন। হাই-ইন্টেন্সিভ গেমিং এর জন্যে বিশেষভাবে নির্মিত এই স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র্যারম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ১১ ন্যানোমিটারের এই প্রসেসরটির বিশেষ ভাবে নির্মাণ করা হয়েছে ভারী গেমসগুলোর চলবার উপযোগী করেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন