প্রযুক্তি ডেস্কঃ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামে একটি ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলেন নিউইয়র্কের চিকিৎসক ফেরদৌস খন্দকার। ইউটিউব চ্যানেলটির উদ্যোক্তা ফেরদৌস খন্দকার বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতা আর বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে, এই উদ্যোগটি নিয়েছি আমরা।’ প্রতি ক্ষেত্রে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সচেষ্ট ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, কমিউনিটির নেতা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ অনেকেই।