News71.com
 Technology
 27 Sep 19, 10:39 PM
 720           
 0
 27 Sep 19, 10:39 PM

‘২০২৩ সালের আগেই বাংলাদেশে চালু হবে ‘ফাইভ জি’

‘২০২৩ সালের আগেই বাংলাদেশে চালু হবে ‘ফাইভ জি’

প্রযুক্তি ডেস্কঃ রাজশাহী মহানগরের সুলতানাবাদ নিউমার্কেট এলাকায় টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন কালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন ‘আগামী বছর অথবা পরের বছরে দেশ ফাইভ জি যুগে যাবে’। তিনি বলেন আমাদের নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভ জি চালু করার কথা ছিল। কিন্তু আমরা আশা করছি এর আগেই দেশে ফাইভ জি চালু হবে’। মন্ত্রী বলেন, সে কারণে এখন যে প্রযুক্তিগুলো রয়েছে আগামীতে তার আমূল পরিবর্তন ঘটবে। আপনারা দেখতে পাবেন আমাদের রাষ্ট্রীয় সংস্থা টেলিটক এবং বিটিসিএল-তারাই প্রথম ফাইভ জি দিয়ে যাত্রা শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন