প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশের দর্শকদের টেলিভিশন দেখার অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা আনতে দেশের বাজারে কোয়ান্টাম প্রসেসর এইটকে এলইডি টেলিভিশন নিয়ে এলো দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই টেলিভিশনই বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক প্রযুক্তির টেলিভিশন। শনিবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এই টেলিভিশন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, টিভির কৃত্রিমবুদ্ধিমত্তাসম্পন্ন মস্তিষ্কই হচ্ছে কোয়ান্টাম প্রসেসর এইটকে। এই টিভির প্রতি ফ্রেমে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল রয়েছে। এর ফলে এই টিভি ফোরকে রেজ্যুলেশনের চেয়ে চারগুণ স্বচ্ছ ও পরিষ্কার ছবি দেখাতে সক্ষম। টিভিটি প্রায় থ্রি-ডাইমেনশনাল ডেপথ-এর অভিজ্ঞতা দিতে সক্ষম। এর ফলে দৃশ্যবস্তু কাছাকাছি চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। থ্রিডি গ্লাস ছাড়াই দর্শকরা ছবি উপভোগ করতে পারবেন। এই টিভিতে রয়েছে ইউনিক লাইটিং কন্ট্রোল প্রযুক্তি, যার মাধ্যমে টিভি দেখার ক্ষেত্রে সব অ্যাঙ্গেল বা কোণ থেকে একইভাবে উপভোগ করা যাবে। এই টিভির মাধ্যমে বাংলাদেশের দর্শকদের টেলিভিশন দেখার নতুন অভিজ্ঞতা হবে বলে মন্তব্য করেন স্যামসাংয়ের কর্মকর্তারা। এই টেলিভিশনের ৭৫ ও ৮২ ইঞ্চির দুটি মডেল রয়েছে। ৭৫ ইঞ্চির মূল্য ১৫ লাখ ৯০ হাজার টাকা এবং ৮২ ইঞ্চির মূল্য ধরা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার টাকা।