News71.com
 Technology
 29 Sep 19, 07:35 PM
 780           
 0
 29 Sep 19, 07:35 PM

লেনোভোর a6 note স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে !!

লেনোভোর a6 note স্মার্টফোন এখন বাংলাদেশের বাজারে !!

প্রযুক্তি ডেস্কঃ lenovo a6 note এ যা থাকছে: ৬ দশমিক ০৮৮ ইঞ্চির ওয়াটার ড্রপ মেগা ডিসপ্লের ফোনটিতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে হেলিও পি২২ প্রসেসর ইউজ করা হয়েছে, যা একটি ১২ ন্যানোমিটারের প্রসেসর। ফলে এর গেমিং পারফরমেন্স এবং মাল্টি টাস্কিং অসাধারণ। স্মার্টফোনটিতে চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি রয়েছে ১০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। লেনোভো এ-সিক্স নোটের অন্যতম আকর্ষণ এর ডুয়াল ক্যামেরা যাতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। সামনের দিকে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটি পাওয়া যাবে ১২ হাজার ৯৯০ টাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন