News71.com
 Technology
 29 Sep 19, 09:26 PM
 706           
 0
 29 Sep 19, 09:26 PM

গুগলের স্মার্ট ডিসপ্লে !!

গুগলের স্মার্ট ডিসপ্লে !!

প্রযুক্তি ডেস্কঃ স্মার্ট ডিসপ্লে এনেছে টেক জায়ান্ট গুগল। এর বিশেষত্ব হলো এটি গুগলের হোম স্পিকারের মতো কাজ করে। এটি নিয়ন্ত্রণ করা যাবে কণ্ঠস্বরের (ভয়েস) মাধ্যমে । প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট’র বরাতে জানা যায়, এই টাচ স্ক্রিন ডিসপ্লের ভেতরে থাকছে ইন-বিল্ট স্পিকার আর গুগল অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন। এটি দিয়ে বাড়ির সব কানেক্টেড ডিভাইস কন্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, এই স্মার্ট ডিসপ্লে বাড়ির প্রত্যেক সদস্যের গলার আওয়াজ আলাদা করে চিনে নিয়ে তার আগের সার্চের সঙ্গে তুলনা করে বিশেষ ফল দেখাতে পারবে। এরমধ্যে থাকছে ইন-বিল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট। যা থাকায় মুখে বলেই এই ডিভাইস থেকে গুগল সার্চ, ইউটিউব আর গুগল ফটো দেখা যাবে। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই ডিসভাইস। এটিতে রয়েছে ৭ ইঞ্চির ডিসপ্লে। রয়েছে দুটি মাইক্রোফোন। ঘরের অন্য প্রান্ত থেকে কথা বললেও তা সহজে বুঝে নিতে পারবে। এর ওজন ৪৮০ গ্রাম। যুক্তরাষ্ট্রে ৯৯ ডলার আর ভারতে ৯ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে এটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন