News71.com
 Technology
 31 May 16, 01:35 AM
 988           
 0
 31 May 16, 01:35 AM

অ্যাপলের ম্যাকবুকের চেয়েও হালকা এবং পাতলা আসুসের নতুন জেনবুক ৩!

অ্যাপলের ম্যাকবুকের চেয়েও হালকা এবং পাতলা আসুসের নতুন জেনবুক ৩!

নিউজ ডেস্কঃ তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান তাদের নতুন আলট্রা পোর্ট্যাবল ডিভাইস জেনবুক ৩ উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন এই ল্যাপটপ অধিক পাতলা এবং হালকা তবে অনেক বেশি শক্তিশালী যা কিনা ম্যাকবুক এবং ম্যাকবুক এয়ারের সাথে তুলনা করা যায়।

ল্যাপটপের ফিচারে আছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি। ৪ জিবি র্যাুম, ইনটেল কোর আই৫ প্রসেসর এবং ২৫৬ জিবি স্টোরেজ শুরুর মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

জেনবুক-৩
# ১১.৯ মিলিমিটার পাতলা
# ৯১০ গ্রাম ওজন
# ইউএসবি টাইপ সি
# বিল্ট-ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
# উইন্ডোজ হ্যালো সাপোর্ট

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন