প্রযুক্তি ডেস্কঃ চীন থেকে কারখানা গুটিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসং। বুধবার (০২ অক্টোবার) স্যামসং এ ঘোষণা দিয়েছে। স্যামসং জানিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলের হুইঝৌ শহরে তাদের যে ফ্যাক্টরি ছিল সেটিতে উৎপাদন বন্ধ করা হয়েছে। চীনে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার এক খবরে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। স্যামসং-এর পাশাপাশি চীন থেকে সরে যাচ্ছে আরেক মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি। ইতিমধ্যে তারা বেইজিং-এর ফ্যাক্টরি বন্ধ করার ঘোষণা দিয়েছে।